মধুচন্দ্রিমায় আদুরে ফ্রেমে সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে তাহসান খান। পাহাড়, সমুদ্র না জঙ্গল, কোথায় তাঁদের হানিমুন ডেস্টিনেশন? এ বার সমুদ্র সৈকতে খোলা আকাশের নীচে বেশ মিষ্টি ফ্রেমে ধরা দিলেন নবদম্পতি । ছবিতে দুজনের জামার রঙের কিন্তু বেশ মিল রয়েছে। একদিকে যেমন রূপটান শিল্পী রোজা আহমেদের পরনে লাল রঙের একটি গাউন, অন্যদিকে গায়কের পরনে দুধে আলতা রঙের জামা। ছবিতে তাহসান আলিঙ্গন করছেন স্ত্রী রোজাকে। ছবির ক্যাপশনে লেখা ‘জীবনের বোনা পর্দায় আমাদের সুতোগুলো আজীবনের মতো জড়িয়ে গিয়েছে। এমন একটা ভালোবাসা যা ভীষণ পবিত্র।’ উল্লেখ্য তাঁরা খুব পরিচিত একটি জায়গাতেই একান্তে সময় কাটাচ্ছেন। বলাবাহুল্য ভারতীয় তারকাদের মধ্যে খুবই জনপ্রিয় এই জায়গা। আর এবার তাহসানও স্ত্রী রোজাকে সঙ্গে নিয়ে পাড়ি দিলেন মালদ্বীপে। দীর্ঘ জল্পনার ইতি টেনে অভিনেত্রী রাফিয়াৎ রশিদ মিথিলার সাথে বিবাহবিচ্ছেদের পর চলতি বছরের শুরুতেই রোজা আহমেদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন গায়ক তাহসান খান। মধুচন্দ্রিমার ছবি এ বার অনুরাগীদের সঙ্গে ভাগ করলেন নবদম্পতি এবং সেইসঙ্গে ক্যাপশনে আজীবন একসঙ্গে থাকার বার্তাও দিলেন তাঁরা।