মন্দিরে পুজো দিচ্ছেন শোভিতা, পুত্রবধূর ঘাড়ের কাছের চুল সযত্নে সরিয়ে দিলেন নাগর্জুন। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল সেই ঝলক। প্রসঙ্গত, বিয়ের পরই পুত্র ও পুত্রবধূকে নিয়ে মন্দির দর্শনে গিয়েছিলেন নাগার্জুন। সেই খানেই দেখা যায় তিলক পড়ার সময় শোভিতাকে সাহায্য করতে যান নাগার্জুন। ঘাড়ের উপর থেকে চুল সরিয়ে দেন নিজের হাতে। যদিও শ্বশুরের সঙ্গে পুত্রবধূর এমন সহজ সম্পর্ক বেশ প্রশংসাও যেমন কুড়িয়েছে, তেমনই অনেকেই দেখেন বাঁকা চোখে। নেটপাড়ায় সমালোচনাও কম হয়নি বর্ষীয়ান অভিনেতাকে নিয়ে।