‘মন্নত’-এর বাইরে ৯৫ দিনের অপেক্ষা! অবশেষে ‘ফ্যান’-এর স্বপ্নপূরণ করলেন কিং খান। অপেক্ষারত অনুরাগীর সঙ্গে দেখা করলেন শাহরুখ খান। বাড়ি ঝাড়খণ্ডে। শাহরুখ খানের সঙ্গে দেখা করবেন বলে বান্দ্রায় ‘মন্নত’-এর সামনে অপেক্ষা করছিলেন তিনি। ঠিক যেন শাহরুখ অভিনীত ‘ফ্যান’ ছবিরই বাস্তব দৃশ্যায়ন। সেই অপেক্ষা আবার ১ কিংবা ২ দিনের জন্য নয়, প্রায় তিন মাসেরও বেশি সময়! সমাজমাধ্যমে একাধিক ছবি এবং ভিডিয়োর ভাইরাল হওয়ার পরই নড়েচড়ে বসে শাহরুখের টিম। দেখাও হয় শাহরুখের সঙ্গে এমনকি স্বপ্নের নায়কের সঙ্গে ফ্রেমবন্দিও হন তিনি।