More
    Homeকলকাতামমতাকে বিশ্বাসঘাতক বললেন সুকান্ত মজুমদার

    মমতাকে বিশ্বাসঘাতক বললেন সুকান্ত মজুমদার

    অটল বিহারি বাজপেয়ীর শততম জন্মদিন পালিত হলো দেশের সর্বত্র। তারই অঙ্গ হিসাবে রাজ্য বিজেপি বাজপেয়ীজির ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বাজপেয়ীর জন্মশতবর্ষ উপলক্ষে বুধবার বিজেপির বিধাননগর দফতরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে সুকান্ত বলেন, “বাজপেয়ী অন্য ভাবনা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছিলেন। তাঁর অনশনের সময়ে রাজনাথ সিংহকে পাঠিয়েছিলেন। কিন্তু বাজপেয়ীর ভাবনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তাঁর (মমতা) হাতেই আজ আমাদের আড়াইশো কর্মী খুন হয়েছেন। বাজপেয়ী কবি। বড় মনের মানুষ। তিনি ক্ষমা করলেও আমরা কখনও মমতাকে ক্ষমা করব না! এর প্রতিশোধ একমাত্র সম্ভব, যখন রাজ্যের সচিবালয়ে আমরা বাজপেয়ীজি’র ছবি লাগাতে পারব।” বিপুল করতালি দিয়ে দলের কর্মীরা তাঁকে সমর্থন জানান।

    সুকান্ত তৃণমূল কংগ্রেসকে কথাক্ষ করে আরও বলেন, “বাজপেয়ীকে যখন পদত্যাগ করতে হয়, তখন তিনি বলেছিলেন, আমি ৪০ বছর ধরে সংসদে আছি। আমার বিরোধীরা আমায় চেনেন। ক্ষমতায় থাকার জন্য যদি টাকা দিয়ে সাংসদ কিনতে হয়, তা হলে সেই সরকারকে আমি হাত দিয়ে তো দূরে থাক, চিমটে দিয়েও ছুঁয়ে দেখব না! আর আমরা রাজ্যে দেখছি, পিসি ৭০ বছর বয়সেও ক্ষমতায় থাকতে চাইছেন। ভাইপো বয়সে ছোট হয়েও পিসিকে সরিয়ে ক্ষমতা দখল করতে চাইছেন!” তবে কাল বিলম্ব না করে তৃণমূলের কুনাল ঘোষ তীব্র বিরোধিতা করে সুকান্ত মজুমদারের।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments