মরু দেশে মিশন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫ ক্রিকেটার। এরমধ্যে ৫ জনই স্পিনার! কোন যুক্তিতে! প্রশ্ন তুললেন রবিচন্দ্রন অশ্বিন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নির্বাচন করা হয় অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজাকে। অশ্বিন তাঁর ইউটিউব চ্যানেলে প্রশ্ন তোলেন, ‘দুবাইতে খেলা, অথচ কেন এতজন স্পিনার। পাঁচজন স্পিনার নেওয়া হয়েছে। আর এদিকে যশস্বী জয়সওয়ালকেই বাদ দেওয়া হল। হ্যাঁ, এটা ঠিক যে, যেকোনও টুর্নামেন্টে দলের সঙ্গে তিন-চারজন স্পিনার থাকে। কিন্তু দুবাইয়ে পাঁচজন স্পিনারের মানে সত্যিই বুঝতে পারছি না’। পাশাপাশি প্রশ্ন তুলেছেন, দুবাইতে কি বল আদৌ টার্ন করে? তাঁর মতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এমন কোনো ভেন্যুতে খেলবে না, যেখানে স্পিনাররা বেশি টার্ন পাবেন।