অ্যাওয়ে ম্যাচে ০-৩ গোলে হার। সেখান থেকেই ঘরের মাঠে ৩-০ গোলে বাউন্সব্যাক। ঘরের মাঠে তিন গোলের জয়ের উৎসবে মাতল সবুজ মেরুন সমর্থকরা। প্রথমবার আইএসএলে মিনি ডার্বি। তাতে মহমেডানকে হারিয়ে যেন ছন্দে ফেরার ইঙ্গিত দিল মোহনবাগান। প্রথমার্ধেই তিন গোল। শুরু থেকে মাঠ মাতালেন ম্যাকলারেন। আর ম্যাজিশিয়ানের বেশে মোহনবাগানকে এগিয়ে নিয়ে গেলেন গ্রেগ স্টুয়ার্ট। সবুজ মেরুনের হয়ে গোল করলেন ম্যাকলারেন, শুভাশিস বোস, গ্রেড স্টুয়ার্ট। ৮ মিনিটের মাথাতেই স্টুয়ার্টের হেড থেকে প্রথম গোল করেন ম্যাকলারেন। দ্বিতীয় গোলটা স্টুয়ার্টের ফ্রিকিক থেকে গোল করেন শুভাশিস। আর দুটো গোলে অ্যাসিস্ট করার পর ম্যাচের ৩৬ মিনিটে অনায়াসে নিজে গোল করে দলকে এগিয়ে দেন স্টুয়ার্ট। তাতেই যেন স্বপ্ন শেষ হয়ে যায় মহমেডান স্পোর্টিংয়ের। বলাই বাহুল্য, মিনি ডার্বি জিতে ডার্বির আগে অক্সিজেন পেয়ে গেলেন হোসে মোলিনা।