More
    Homeবিনোদনমহাকুম্ভতে মমতা নিলেন সন্ন্যাস

    মহাকুম্ভতে মমতা নিলেন সন্ন্যাস

    এই মমতা আর কেউ নন, মুম্বাই বিনোদন জগতের অন্যতম প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নি। মমতা কুলকার্নি জানিয়েছেন তিনি সন্ন্যাস নিয়েছেন মহাদেব এবং মহাকালীর নির্দেশেই। এই বিষয়ে বলিউডের প্রাক্তন অভিনেত্রীর মত, ‘মহাদেব, মহাকালীর আদেশ ছিল। আমার গুরুর আদেশ ছিল। এই জন্য আজকের দিন উনি বেছেছেন আমি কিছু করিনি।’ প্রসঙ্গত এই বিষয়ে জানা গিয়েছে শুক্রবার, ২৪ জানুয়ারি মহাকুম্ভে আসেন মমতা কুলকার্নি। এদিন এখানে এসে কিন্নর আখড়ায় যান তিনি। গিয়ে দেখা করেন মহামণ্ডলেশ্বর ডাক্তার লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠির সঙ্গে। আশীর্বাদ নেন। তার পরেই পা রাখেন জীবনের নতুন জগতে।

    নাগরিক মহলের প্রশ্ন, বিলাস বৈভবের জীবন ছেড়ে হঠাৎ সন্ন্যাস জীবন তিনি কেন বেছে নিলেন? একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মমতা কুলকার্নি পিণ্ডদান করছেন। পিণ্ডদান সেরেই জলে ডুব দিতে দেখা যায় তাঁকে। তারপর জল থেকে উঠে এসে তিনি জানান যে কেন আচমকা তিনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যা উপলক্ষে আছে শাহি স্নান। সেই উপলক্ষেই মূলত তিনি মহাকুম্ভে এসেছেন। এই পুণ্য তিথিতে স্নান করবেন তিনি। এখান থেকে সমস্ত আচার অনুষ্ঠান সেরে তিনি যাবেন কাশী বিশ্বনাথ ধাম। সেখান থেকে যাবেন অযোধ্যায়। বর্তমানে তিনি ১০ দিনের আধ্যাত্মিক যাত্রায় আছেন। এই সময় নিজে প্রয়াত বাবা মায়ের জন্য তর্পণ করবেন তিনি এমনটাও জানা গিয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments