সাধু-সন্ন্যাসিনীদের ভিড়ে থিকথিক করছে উত্তরপ্রদেশের তীর্থক্ষেত্র প্রয়াগরাজ। পূণ্যের আশায় ডুব দিতে হাজির রথী-মহারথী থেকে তারকারাও। তবে এরমধ্যেই ডুব দিয়ে যে দৈত্যাকার মানুষকে উঠতে দেখলেন সবাই, তাঁকে দেখে থ বনে যাওয়ার অবস্থা। দ্য গ্রেট খালি। ডব্লিউডব্লিউই কিংবদন্তি। সামনে পেতেই জলেতেই শুরু হয়ে যায় ভক্তদের সেলফি তোলার হিড়িক। সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেন স্বয়ং খালি নিজেই।