এক সময় বলিউডে দাপিয়ে অভিনয়, বর্তমানে গেরুয়া বস্ত্র পরিহিতা সন্ন্যাসী। মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণের পর আর কি বলিউডে দেখা যাবে ৯০ এর দশকের জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নিকে? শুক্রবার মহাকুম্ভে সন্ন্যাস নিয়েছেন তিনি। সেই সময় চোখের জলে বিদায় জানিয়েছেন তাঁর পুরনো পরিচিতিকেও। মমতা কুলকার্নি থেকে তিনি হয়েছেন— শ্রী মাই মমতা নন্দ গিরি। ওই মুহূর্তটা নাকি তাঁর কাছে অলিম্পিকে পদক জেতার সমান। আর কি অভিনয় ফিরবেন তিনি? অভিনেত্রী নিজের মুখেই বলেন, “দীর্ঘ ২৩ বছর আমি ধর্মের পথে হাঁটছি। এর পর আমি কল্পনাও করতে পারি না সিনেমা করার কথা। অসম্ভব আমার পক্ষে। আমি কিন্নর আখাড়া বেছে নিয়েছি কারণ এখানে কোনও নিষেধের বেড়াজাল নেই। আছে কেবল অবাধ স্বাধীনতা।”