More
    Homeঅফবিটমহাকুম্ভ উপলক্ষে বিশেষ তীর্থ প্যাকেজ চালু করল ভারতীয় রেল! রইল সম্পূর্ণ তথ্য

    মহাকুম্ভ উপলক্ষে বিশেষ তীর্থ প্যাকেজ চালু করল ভারতীয় রেল! রইল সম্পূর্ণ তথ্য

    মহাকুম্ভ ২০২৫ উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বড় উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। এলাহাবাদে ২৫ একর জমি ভাড়া নিয়ে তৈরি হচ্ছে টেন্ট সিটি। মেলা প্রাঙ্গণ থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে এই টেন্ট সিটির দায়িত্বে রয়েছে আইআরসিটিসি। সেখানে থাকবে দুই ধরনের তাঁবু—ডিলাক্স ও প্রিমিয়াম। প্রতিদিনের ভাড়া যথাক্রমে ১২ হাজার ও ১৮ হাজার টাকা। ১০ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই তাঁবু ভাড়া নেওয়া যাবে।

    এছাড়া, আইআরসিটিসি “মহাকুম্ভ পুণ্যক্ষেত্র” নামে এক বিশেষ তীর্থযাত্রা প্যাকেজ চালু করছে। এই প্রথম রেলের মাধ্যমে মহাকুম্ভে যাত্রীদের নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্যাকেজটি ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে, যা পাঁচ রাত ও ছয় দিনের। প্রথমে বেনারস, এরপর অযোধ্যা, এবং শেষে মহাকুম্ভে ত্রিবেণী স্নান অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ ট্রেনটি কলকাতা থেকে যাত্রা শুরু করে ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, দুমকা, হাসডিহা, ও সুলতানগঞ্জ হয়ে বেনারসে পৌঁছাবে। এই ট্রেনে থাকবে থ্রি-এসি ও স্লিপার কোচ। মোট ৭৮০ জন তীর্থযাত্রী ভ্রমণের সুযোগ পাবেন।

    প্যাকেজে থাকা অন্যান্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে হোটেল থাকা, টেন্ট সিটিতে থাকা, সাত্ত্বিক খাবার, সাইট সিয়িং, দেব দর্শন এবং স্নানের পূর্ণ ব্যবস্থা। দুই শ্রেণিতে প্যাকেজের খরচ হবে—ইকোনমি ক্লাসে ১৯,১০০ টাকা এবং স্ট্যান্ডার্ড ক্লাসে ২৫,১০০ টাকা। রেলের এই উদ্যোগে তীর্থযাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া মিলবে বলে আশা করছে আইআরসিটিসি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments