More
  HomeUncategorizedমহানগরের তৃতীয় পর্বে অনির্বাণ ভট্টাচার্য! শ্যুটিং ফ্লোর থেকে কিছু ছবি শেয়ার করলেন...

  মহানগরের তৃতীয় পর্বে অনির্বাণ ভট্টাচার্য! শ্যুটিং ফ্লোর থেকে কিছু ছবি শেয়ার করলেন অভিনেতা 

   

   

  মহানগর সিরিজ প্রথম সিজন থেকেই দুই বাংলায় সাড়া ফেলেছিল দর্শকরা অধীর আগ্রহে বসে ছিলেন তৃতীয় পর্বের অপেক্ষায়। কিছুদিন আগে, দ্বিতীয় পর্বও মুক্তির পর সাড়া ফেলে দেয়। এই সময় অনির্বাণ তার সোশ্যাল মিডিয়ায় জানালেন ফের আসতে চলেছে মহানগর। আর এবার মহানগর সিরিজের তৃতীয় পর্বে থাকবেন তিনি নিজে।

   

  পরিচালক আশফাক নিপুনের সাথে ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেন গল্প এখানেই শেষ নয়, দেখা হচ্ছে খুব শীঘ্রই। মহানগর দুই মুক্তির দ্বীনি ইঙ্গিত পাওয়া গিয়েছিল সিরিজের পরবর্তী পার্টে দেখা যেতে পারে অনির্বাণকে, এবার সেই খবরে শিলমোহর দিলেন অভিনেতা নিজে।

   

  গত রবিবার সোশ্যাল মিডিয়ায় মহানগর তিনের, শুটিং মুহূর্তের বেশ কিছু ছবি পোস্ট করেন অনির্বাণ, সাথে লেখেন শীঘ্রই হইচই প্লাটফর্মে আসতে চলেছে মহানগর সিরিজটি।

  RELATED ARTICLES

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  - Advertisment -

  Most Popular

  Recent Comments