More
    Homeখবরমহামিছিলের নামে টাকা তোলার অভিযোগ অভিনেত্রী সোহিনীর

    মহামিছিলের নামে টাকা তোলার অভিযোগ অভিনেত্রী সোহিনীর

    আরজি কর কাণ্ডের প্রতিবাদে শুরু থেকে প্রতিবাদে পথে নেমেছেন সমাজের সমস্ত স্তরের মানুষ। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে রাজপথে,অলিগলিতে মিছিলে সামিল হয়েছেন মহিলারাও। সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবাদে নেমেছেন বুদ্ধিজীবী থেকে চলচ্চিত্র,সংস্কৃতি জগতের নামী ব্যক্তিত্বরা। পাশাপাশি সুবিচার চেয়ে সামিল হয়েছেন চিকিৎসক, পড়ুয়ারা। এইসবের মধ্যেই পয়লা সেপ্টেম্বর শহরে হতে চলেছে মহামিছিল। আরজি কর কাণ্ডের শুরু থেকেই বারবার সরব হওয়া অভিনেত্রী সোহিনী সরকারই এই মহা মিছিলের অন্যতম মুখ। কিন্তু এবার সেই সোহিনীই অভিযোগ করলেন মহা মিছিলের নাম করে টাকা তোলা হচ্ছে। নিজের ফেসবুকে লিখলেন, সাবধান থাকুন। এ নিয়ে সমাজমাধ্যমে দীর্ঘ পোস্টে অভিনেত্রী লিখেছেন আমরা খবর পেয়েছি, আমরা তিলোত্তমার পয়লা সেপ্টেম্বরের মহা মিছিলের নামে টাকা তোলা হচ্ছে। কারা টাকা তুলছেন তা জানতে পারেননি তাঁরা। সোহিনী জানিয়েছেন, তাঁদের পক্ষ থেকে তাঁরা এখনও পর্যন্ত কোনও টাকা চাননি। চাওয়াও হচ্ছে না। পরে যদি চাওয়া হয়, তাঁরা তাঁদের ফেসবুকে জানিয়ে দেবেন। তবে সাবধান থাকুন। কেউ তাঁদের নাম করে টাকা তুললে বা টাকা চাইলে তাঁদের জানান। দুটো নম্বরও দিয়েছেন সোহিনী। নম্বর দুটি হল 91 83340 04994 / +91 82409 25171।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments