রবিবার সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে থানে শহরের এক প্রশাসনিক আধিকারিক জানান, এই ধরণের উদ্যোগ বেশ কয়েকদিন থেকেই নেওয়ার কথা ভাবছিলেন তাঁরা। থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংস্থা পিরিয়ড রুম তৈরি করেছে। পিরিয়ড সময় পরিচ্ছন্নতা বজায় রাখা কতটা জরুরি, সেটাও বা জানেন কজন সচেতনতা ছড়াচ্ছে মহিলাদের মধ্যেও। সেই সচেতনতার অংশ হিসেবেই বিশেষ উদ্যোগ নেওয়া হল।মহারাষ্ট্রের থানেতে ওয়াগলে এস্টেট এলাকার শান্তিনগরে তৈরি হয়েছে এরকম পিরিয়ড রুম। মূলত বস্তি এলাকার মহিলাদের সুবিধার্থেই এই ঘরগুলি তৈরি করা হয়েছে বলে পুর আধিকারিকরা জানিয়েছেন। যেখানে নিজেদের পরিচ্ছন্ন করার সম্পূর্ণ সুযোগ পাবেন মহিলারা। সুলভ শৌচালয়ের মতই এই পিরিয়ড রুম তৈরি করা হয়েছে। তবে দেশের মধ্যে এই প্রথম এরকম উদ্যোগ নেওয়া হল। এই পিরিয়ড রুমে থাকছে ২৪ ঘন্টা জলের ব্যবস্থা, জেট স্প্রে, টয়লেট রোল হোল্ডার, সাবান, ডাস্টবিন।যেসব মহিলারা ছোট ছোট বাড়িতে থাকেন, তাঁদের হয়ত নিজস্ব কোনও শৌচালয় নেই। সেইসব মহিলাদের মাসিক ওই দিনগুলির কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে পিরিয়ড রুম। যাতে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার বার্তা দেওয়া যায় সমাজের সব স্তরে।থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংস্থা পিরিয়ড রুম তৈরি করেছে। ১২০টি কমিউনিটি টয়লেটের সঙ্গেই পিরিয়ড রুম তৈরি করা হবে