More
    Homeখবরমহুয়ার বিরুদ্ধে মমতার কাছে নালিশ করে হতাশ ৬ বিধায়ক

    মহুয়ার বিরুদ্ধে মমতার কাছে নালিশ করে হতাশ ৬ বিধায়ক

    কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভার মধ্যে ৬ জন বিধায়ক সাংসদ মহুয়া মৈত্রের বিভিন্ন কার্য কলাপের বিরুদ্ধে প্রবল ক্ষুব্ধ। সেই নিয়ে তাঁরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে চিঠিও লেখেন। কিন্তু এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী সেই চিঠি নিয়ে কিছু উল্লেখ করেন নি। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সেই একই অভিযোগ আবার জানান। মহুয়ার বিরুদ্ধে নানা অভিযোগ তাঁদের। তিনি নাকি দলের কারোর সঙ্গে পরামর্শ ছাড়াই কাজকর্ম করেন।কাউকে কিছু না জানিয়েই সিদ্ধান্ত নেন। তবে এবার তা নিয়ে কী বললেন মমতা? মুখ্যমন্ত্রী কিন্তু তাদের যথেষ্ট হতাশ করেছেন। তার যে প্রত্যাশা নিয়ে গিয়েছিলেন তা তারা পায় নি।

    বিধানসভা সূত্রে জানা যাচ্ছে, সোমবার বিধানসভায় দেখা হতেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মহুয়াকে নিয়ে নালিশ করে বসেন বিধায়কদের একাংশ। তবে সেই নালিশ শুনে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এখন নয়, জেলাওয়াড়ি বৈঠক যখন হবে তখন এনিয়ে যা বলার বলব। কার্যত অনেক আশা নিয়ে মমতার কাছে নালিশ ঠুকতে গিয়েছিলেন বিধায়করা। ভেবেছিলেন হয়তো এখনই কড়া কোনও অ্যাকশন হবে। কিন্তু হল না। তাঁদের অভিযোগ ছিল তাঁদের সঙ্গে আলোচনা ছাড়াই জেলা সংগঠনের সভানেত্রী তথা দলের সাংসদ মহুয়া মৈত্র সম্প্রতি ১৭৮জন বুথ সভাপতি ও ১৭জন অঞ্চল সভাপতিকে বদলি করেছেন। এর ফলে সংগঠনের কাজ করতে খুব অসুবিধা হচ্ছে বলেই তারা জানান। এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় কোন সিদ্ধান্ত নেন!

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments