মাকে হারানোর আগেই একসঙ্গে বসে চা খাওয়া এবং ছবি তোলা, তার ঘণ্টা দেড়েকের মধ্যেই সব শেষ! গত মাসে আজকের দিনেই মাকে হারিয়েছেন অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়। অভিনেত্রীর পোস্টেই প্রিয় মানুষকে হারানোর হাহাকার। এক বুক বেদনা নিয়েই সমাজমাধ্যমে লিখলেন, ‘সামলে রেখ সবাইকে, কে কবে হারিয়ে যায় কেউ জানি না আমরা।’ তিনি লেখেন চলে যাওয়ার এক দিন আগেই নার্সিংহোম থেকে ফেরেন তাঁর মা। স্বাগতার কথায়, ‘গত মাসে এই দিনে মা চলে গেছেন সন্ধে ৬টা বেজে ৫৫ মিনিটে। এই ছবি তার ঘণ্টা দেড়েক আগের তোলা। এর আগের দিন মা নার্সিং হোম থেকে ফেরেন। বিকেলে খাবার খান, চা খান, চুল বাঁধেন, ছবি তুলি আমরা। তার ঘণ্টা দেড়েকের মধ্যে নেই আর। মাত্র দেড় ঘণ্টাতে সব কিছু পাল্টে গেল।’