More
    Homeকলকাতামাঘের শুরুতেই চেনা ছন্দে শীত, শীতল উত্তুরে হিমেল হাওয়ার প্রবেশে এক লাফে...

    মাঘের শুরুতেই চেনা ছন্দে শীত, শীতল উত্তুরে হিমেল হাওয়ার প্রবেশে এক লাফে অনেকটাই কমল পারদ

    আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই ক্রমশ পারদ নামল রাজ্যে। মাঘের শুরুতেই চেনা ছন্দে শীত৷ শীতল উত্তুরে হিমেল হাওয়ার প্রবেশে এক লাফে অনেকটাই কমল পারদ। গত ২৪ ঘন্টা শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকলেও সোমবার থেকে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিল হাওয়া অফিস।

    মঙ্গল ও বুধবার দার্জিলিং কালিম্পং-সহ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে আগামী কয়েকদিন বৃষ্টি ও তুষারপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কুয়াশার সর্তকতা দেওয়া হয়েছে। ঘন কুয়াশার সর্তকতা রয়েছে উত্তরবঙ্গেও। দৃশ্যমানতা নেমে আসবে অনেকটাই।

    কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সকালে সামান্য কুয়াশা থাকলেও পরে পরিষ্কার হবে আকাশ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। এদিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে হবে ৯৩%।

    জেলাগুলিতে দিনের সর্বনিম্ম তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। শীতের প্রস্থানের আগে যাবার আগে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments