Wednesday, October 4, 2023
Homeআন্তর্জাতিকমাঝ আকাশে একটি ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ করল ইউনাইটেড এয়ারলাইন্সের বিমান

মাঝ আকাশে একটি ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ করল ইউনাইটেড এয়ারলাইন্সের বিমান

মাঝ আকাশে একটি ইঞ্জিনে আগুন। জরুরি অবতরণ করল ইউনাইটেড এয়ারলাইন্সের (United Airlines) একটি বিমান। বোয়িং ৭৭৭ বিমানটি ডেনভার বিমানবন্দর থেকে হনোলুলু যাওয়ার কথা ছিল। মাটি ছাড়ার পরই বিমানের ডান ইঞ্জিনে আগুন লেগে যায়। এরপরই বিমানটি ডেনভার বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট। বিমানে ২৩১ জন যাত্রী ও ১০ জন কর্মী ছিলেন। সবাই অক্ষত আছেন।

সোশাল মিডিয়ায় এই বিমানের ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, মাঝ আকাশে দাউদাউ করে জ্বলছে একটি ইঞ্জিন। এছাড়াও কলোরাডোর ডেনভারের নিকটবর্তী শহর ব্রুমফিল্ডে বিমানের ইঞ্জিনের ধাতব টুকরো মাটিতে পড়তে দেখা গেছে। কী করে বিমানের ইঞ্জিনে আগুন লাগল তার বিস্তারিত কারণ এখনও জানা যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) তদন্তের নির্দে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments