মাতৃত্বের ছোঁয়া স্পষ্ট চোখেমুখে, বেবিবাম্প নিয়ে নেট মাধ্যমে ছবি পোস্ট অনিন্দিতা রায় চৌধুরির। চলতি বছরের মার্চ মাসেই মা হতে চলেছেন অভিনেত্রী। গত বৃহস্পতিবার রাতের দিকে অভিনেত্রী নিজের বেশ কিছু ছবি পোষ্ট করেছেন তার ইনস্টাগ্রামে। ছবিতে অনিন্দিতার পরনে সাদা প্রিন্টেড শর্ট ড্রেস এবং ছবিতে স্পষ্টতই মাতৃত্বের স্বাদ উপভোগ করেছেন তিনি। চলতি বছরের প্রথম দিনেই বাবা-মা হওয়ার খবর অনুরাগীদের জানিয়েছেন অনিন্দিতা ও সুদীপ সরকার। একটি পোস্টের মাধ্যমেই দুই থেকে তিন হওয়ার খবর সকলের সঙ্গে ভাগ করেছিলেন তাঁরা। যেখানে একটি বেবিকট রাখা এবং সেখান থেকে উঁকি দিছে ছোট্ট একটা হাত। সামান্য ওপরেই লেখা, ’দেখা হচ্ছে বন্ধুরা’! পাশাপাশি ছবিতে উল্লেখ্য ছিল ২০২৫ সালের মার্চ মাস। অর্থাৎ আগামী মার্চেই আসতে চলেছে নতুন অতিথি। বর্তমানে গর্ভাবস্থার তৃতীয় ট্রাইমেস্টারে রয়েছেন অনিন্দিতা। তবে এখনও শুটিং থেকে বিরতি নেননি তিনি। জোরকদমে চলছে ধারাবাহিক ‘তেঁতুল পাতা’র কাজ।