১) ক্লিনজিং
ঈদ পূর্ববর্তী ফেসিয়াল করার প্রথম ধাপ হলো ক্লিংজিং। তাই, প্রথমে আপনার চুলগুলো ভালোভাবে বেঁধে নিন যেন মুখ বা গলার কাছে কোন চুল এসে না পড়ে। এবার আপনাকে সব মেকআপ তুলে ফেলতে হবে যদি ত্বকে কোন মেকআপ, ময়েশ্চারাইজার বা সানস্ক্রিনও দেয়া থাকে। আমার ব্যক্তিগত পছন্দের মেকআপ রিমুভার হচ্ছে অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। ছোট ছোট তুলোর বল ব্যবহার করে কোকোনাট অয়েলের সাহায্যে খুব সহজেই সব মেকআপ তুলে ফেলা যায়। তারপর মাইল্ড কোন ফেইসওয়াশ দিয়ে সার্কুলার মোশনে আঙুল ব্যবহার করে ধীরে ধীরে ফেইস ম্যাসাজ করে মুখ ধুয়ে নিন। চাইলে ফেইসওয়াশ-এর পরিবর্তে শুধু বেসন ও ব্যবহার করতে পারেন। হাতে পরিমাণমতো বেসন আর পানি নিয়ে পেস্ট-এর মতো হয়ে আসলে ঐটা দিয়েই সহজে মুখ ধুয়ে নিতে পারেন কোন সাইড ইফেক্ট-এর ভয় ছাড়াই।
২) এক্সফোলিয়েশন
এবার পালা স্কিন-কে এক্সফোলিয়েট করার। ড্রাই স্কিন-এর জন্য এক্সফোলিয়েটিং স্ক্রাব তৈরি করতে আপনি শুধু এক চা চামচ অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের সাথে তিন চা চামচ চিনি মিশিয়ে তিন থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ধীরে ধীরে স্কিন-টাকে স্ক্রাব করতে থাকুন । অয়েলি স্কিন-এর জন্য ১ টেবিল চামচ ওটমিল গুঁড়ো, ১ টেবিল চামচ টকদই আর ১ টেবিল চামচ মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন। অথবা ১ টেবিল চামচ কফির গুঁড়োর সাথে ১ টেবিল চামচ টকদই আর ২ চা চামচ চিনি মিশিয়ে নিন এবং ব্যবহার করুন। যেকোন স্কিন-এর জন্যই চালের গুঁড়ো খুব ভালো এক্সফোলিয়েটর। ১ টেবিল চামচ চালের গুঁড়োর সাথে ১ টেবিল চামচ টকদই আর কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিলে সেনসিটিভ স্কিন-এর জন্য খুব ভালো এক্সফোলিয়েটিং স্ক্রাব তৈরি হয়ে যায় ।
৩) স্টিমিং অ্যান্ড এক্সট্রাক্টিং
ঈদ পূর্ববর্তী ফেসিয়াল-এর এই ধাপের জন্য আপনি একটি হাড়িতে পানি ফুটিয়ে নিন। এবার ঐ ফুটন্ত পানিতে চাইলে কয়েক ফোঁটা অ্যাসেনশইয়াল অয়েল (জোজোবা/ল্যাভেন্ডার) বা গোলাপজল ও দিতে পারেন। এবার চোখ বন্ধ করে একটি তোয়ালে দিয়ে মাথা ঢেকে ঐ হাড়ির পানির দিকে মুখ করে নিচু হয়ে থাকুন এবং স্টিম (বাষ্প) টাকে স্কিন-এ ভালোভাবে প্রবেশ করার সময় দিন। ১০ মিনিট এভাবে থাকার পর ত্বকের রোমকূপগুলো খুলে যাবে, এবার মুখ সরিয়ে নিন এবং খুব সাবধানতার সাথে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস রিমুভার স্টিক দিয়ে ওগুলো আস্তে আস্তে পুশ করে বের করে নিন। একনে-তে হাত না দেয়াই ভালো কারণ তাতে ইনফেকশন হয়ে একনে ব্রেক-আউট-এর ভয় থাকে।
৪) ফেইস অ্যান্ড আই মাস্ক
ড্রাই স্কিন-এর জন্য ট্যান রিমুভাল গ্লোয়িং ফেইস মাস্ক বানাতে যা যা লাগবে –
১. ২ টেবিল চামচ বেসন
২. ১ টেবিল চামচ লেবুর রস
৩. ১ টেবিল চামচ মধু
৪. ২ চা চামচ হলুদ গুঁড়ো
৫. ১ টেবিল চামচ টকদই
৬. ২ চা চামচ সুইট আমন্ড অয়েল