বন্ধুর ফ্ল্যাটে নিয়ে গিয়ে তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণ। গত ২১ ডিসেম্বর এই ঘটনাকে ঘিরেই চাঞ্চল্যের সৃষ্টি গড়ফা থানা এলাকায়। ৩১ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার রাতে ঘটনার লিখিত অভিযোগ পুলিশে দায়ের করা হয়। সেই রাতেই অভিযুক্তকে গড়ফার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায় , নির্যাতিতা তরুণী কলকাতার এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। অভিযুক্ত এবং তরুণী নাকি একই স্কুলের পড়ুয়া। স্কুল ছাড়ার পর স্বাভাবিক ভাবেই তাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সম্প্রতি আবার যোগাযোগ শুরু হলে দেখা করার প্ল্যান করেন তারা। ধীরে ধীরে শুরু হয় প্রেম সম্পর্ক। জানা গিয়েছে, গত ২১ ডিসেম্বর পুরনো বন্ধু সৃঞ্জয় দাশগুপ্তের সঙ্গে দেখা করেন তরুণী। সেটাই যেন কাল হল। অভিযোগ, বন্ধুর ফ্ল্যাটে নিয়ে গিয়ে তরুণীকে মাদক খাইয়ে তাঁকে ধর্ষণ করে ওই ছাত্র।
ইতিমধ্যেই আর জি কর কাণ্ডে উত্তাল গোটা বাংলা। শাস্তির দাবিতে শহরে ও শহরতলিতে চলছে বিভিন্ন মিছিল-ধর্ণা-বিক্ষোভ। তবুও কোনো বদল নেই পরিস্থিতির। আর কত তরুণী শিকার হবে এই লালসার ?