Wednesday, June 7, 2023
HomeUncategorizedমাদক মামলায় জড়িত এবার শাহিদ কাপুর! মাদক ভর্তি ব্যাগ হাতে অভিনেতা, ভাইরাল...

মাদক মামলায় জড়িত এবার শাহিদ কাপুর! মাদক ভর্তি ব্যাগ হাতে অভিনেতা, ভাইরাল হয়েছে ভিডিও

বলিউডের সেলিব্রিটিদের মাদকাসক্তির দায়ে অভিযুক্ত হওয়ার একাধিক দৃষ্টান্ত রয়েছে। এবার মাদকের মামলায় উঠে এসেছে শাহিদ কাপুরের নাম। না তবে এই ঘটনাটি একটি সিনেমার সাথে সম্পর্কিত এবং বাস্তব জীবনের পরিস্থিতি নয়। যে ছবির ট্রেলারও মুক্তি পেয়েছে সম্প্রতি।

‘ব্লাডি ড্যাডি’ নামে একটি অ্যাকশন থ্রিলার মুভির পরিচালক আলী আব্বাস জাফর, মাদক মামলার প্লটটি তৈরি করেছেন। মুভিটি কমল হাসানের তামিল ছবি ‘থুঙ্গা ভানাম’ এর রিমেক যা আবার ফরাসি সিনেমা ‘স্লিমলেস নাইট’-এর রিমেক। ছবিটি ২০১৫ সালে মুক্তি পায়। ছবিটির গল্প আবর্তিত হয়েছে মাদকে ভরা ব্যাগ জড়িত নানা ঘটনা নিয়ে।

ছবির ট্রেলারটি অ্যাকশনে ভরপুর এবং এতে মাদকদ্রব্য কর্মকর্তা শহিদকে প্রধান চরিত্রে দেখানো হয়েছে, যিনি মাদকের একটি ব্যাগ বহন করছেন, আর সেটিকে ঘিরেই যত সমস্যা। রনিত রায়, সঞ্জয় কাপুরের মত মাদক ব্যবসায়ী ব্যাগটি পাওয়ার জন্যে মরিয়া হয়ে উঠেছে, উভয় পক্ষের এই দ্বন্দ্ব গল্পের মূল। শাহিদ ছাড়াও মুভিটিতে অভিনয় করেছেন ডায়ানা পেন্টি, রাজীব খান্ডেলওয়াল, অঙ্কুর ভাটিয়া, ভিভান ভাতেনা, জিশান কাদরি এবং মুকেশ ভাট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments