Wednesday, June 7, 2023
HomeUncategorizedমায়ের এরূপ পরিবর্তন দেখে রীতিমতো অবাক রামপ্রসাদ, কিসের ইঙ্গিত দিলেন মা?

মায়ের এরূপ পরিবর্তন দেখে রীতিমতো অবাক রামপ্রসাদ, কিসের ইঙ্গিত দিলেন মা?

 

 

স্টার জলসার একটি নতুন ধারাবাহিক রামপ্রসাদ। যেখানে দেখানো হচ্ছে রামপ্রসাদ মা কালীর খুবই ভক্ত। তাকে সংসারে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করলেও সে নিজের মতন থাকে আর মায়ের সেবা করে।

 

রামপ্রসাদ ঝড় জলের রাতে বাইরে ছিল বাড়ির আর ফিরে আসার সময় মা কালীর মূর্তি সে বাড়ি নিয়ে এসেছে। সেই মূর্তি দেখে কৈলাস না বলে রামপ্রসাদই কি তাহলে সেই,সে অবাক হয়ে যায়। কৈলাস না তখন তাকে বলে রামপ্রসাদী তবে সেই ছেলে যার হাত ধরে সেই পরিবারে কুলো দেবীর ফিরে আসার কথা। রামপ্রসাদ তখন বলে এই দেবী এতদিন পূজিত হয়নি এবারে সে দায়িত্ব নিয়ে মা কালীর আরাধনা করবে তাদের পুজোর ঘরে রেখে।

 

রামপ্রসাদের বাড়িতে স্বয়ং মা কালী এসেছে তাদের পিসি ঠাম্মি হয়। সে আসার পর থেকে বাড়ির চিত্রটাই পুরো বদলে যাচ্ছে। রামপ্রসাদের মা যেখানে রামপ্রসাদ কে বলেছিল ব্রহ্মচারী জীবন পালন করার জন্য সেই মাই কিনা পরের দিন রামপ্রসাদ কে ডেকে বলছে তাকে আর এই জীবন পালন করতে হবে না। সে আর নতুন বউ যেন একসঙ্গে থাকে। রামপ্রসাদ তো এই মায়ের এই কথা শুনে রীতিমতো অবাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments