নিজের গড় ভাঙড়েই আক্রান্ত তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ব্যাপক ভাঙচুর চালানো হয় তাঁর গাড়িতে। অভিযোগ, এর নেপথ্যে শওকত মোল্লার অনুগামীরা। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তুলতে গিয়ে ‘আক্রান্ত’ ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ফেরার পথে হামলার মুখে পড়ে তাঁর গাড়ির একাংশ ভাঙল। বছরের পয়লা দিনে এ নিয়ে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট থানা এলাকায়।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের হাতিশালার ওয়াড়ি এলাকায় দলের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই যান আরাবুল ইসলাম। অভিযোগ, তখনই তাঁর উপর হামলা চালানো হয়। ব্য়াপক ভাঙচুর করা হয় তাঁর গাড়িতে। বেশ কিছু ক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আরাবুল অবশ্য এ নিয়ে প্রতিক্রিয়া দিতে নারাজ। বিরক্তির সুরে তিনি বলেন, ‘‘আজ দলের প্রতিষ্ঠা দিবস। এ সব নিয়ে কিচ্ছু বলব না। যে যা পারে করুক।’’ এদিকে শওকত মোল্লার দাবি, এই ঘটনার সঙ্গে তাঁর বা তাঁর অনুগামীদের কোনও যোগ নেই। অভিযোগ ভিত্তিহীন।