Wednesday, October 4, 2023
Homeআন্তর্জাতিকমার্কিন সংসদে উন্মত্ত ট্রাম্প সমর্থকদের হামলা, জারি কার্ফু

মার্কিন সংসদে উন্মত্ত ট্রাম্প সমর্থকদের হামলা, জারি কার্ফু

উন্মত্ত ট্রাম্প সমর্থকদের আচরণে ক্যাপিটল হিলে সংসদ ভবনে ভাঙচুরের ঘটনায় স্তম্ভিত বিশ্ব।

ভয়েস অফ আমেরিকা জানাচ্ছে, মার্কিন কংগ্রেসের অধিবেশনের মাধ্যমে ইলেকটোরাল কলেজ ভোটের ফল এবং জো বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণার প্রতিবাদে হাজার হাজার ট্রাম্প সমর্থক জড়ো হয়ে ক্যাপিটল হিল চত্বরে প্রবেশ করে এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এরপরেই নিরাপত্তার কারণে ক্যাপিটল পুলিশ কার্ফু জারি করেছে।

ভয়েস অফ আমেরিকার খবর, মার্কিন কংগ্রেস অধিবেশনের সময় এই গোলযোগের কারণে জানা গেছে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সিক্রেট সার্ভিসের সহায়তায় কংগ্রেস ভবনটির আন্ডারগ্রাউন্ড টানেল দিয়ে নিরাপদে সরে গেছেন।

রিপোর্টে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া এবং আমেরিকান সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে ট্রাম্প সমর্থকরা কংগ্রেসের এবং ক্যাপিটল ভবনের বাইরে পুলশের বাধা ভাঙে। কিছু প্রতিবাদকারী আইন ভাঙ্গার চেষ্টা করার সময় তাদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। তারা হাউস চেম্বারের দরজা ভাঙ্গার চেষ্টা করে।

বিবিসি জানাচ্ছে, নতুন প্রেসিডেন্ট হিসেবে ভোটে জয় পেয়ে কার্যভার গ্রহণ করতে জো বাইডেন প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের বিভিন্ন ধাপের একটি হলো নতুন প্রেসিডেন্টের কার্যভার অর্পণ পর্ব। সেই কাজে বাধা দিতে বর্তমান তথা আগামী কয়েক দিনের প্রেসিডেন্ট হিসেবে থাকা ট্রাম্পের সমর্থকরা হামলা চালায়। ট্রাম্প নির্বাচনে পরাজয় মানতে পারেননি। তিনি বারবার কারচুপির অভিযোগ করেছেন। এই নিয়ে তাঁর দল রিপাবলিকান পার্টির ভিতরেও সমালোচিত তিনি।

ক্যাপিটল ভবনে পুলিশের সাথে সংঘর্ষের পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেন ‘ক্যাপিটল পুলিশ এবং আইন প্রয়োগকারীদের সমর্থন করুন’। শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে বলেন প্রেসিডেন্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments