Sunday, March 26, 2023
Homeপশ্চিমবঙ্গমালদা জেলা তূণমূল কংগ্রেসের উদ্যেগে রামকৃষ্ণ পল্লী এলাকায় আয়োজিত দলীয় কর্মী সভা

মালদা জেলা তূণমূল কংগ্রেসের উদ্যেগে রামকৃষ্ণ পল্লী এলাকায় আয়োজিত দলীয় কর্মী সভা

মালদা:মঙ্গলবার সন্ধ্যায় সভা করতে এসে বলেন, তূণমূল কংগ্রেসের বড় সম্পদ কর্মীরা। আমরা সবাই কর্মী থেকে নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলেই তূণমূল কংগ্রেস আছে। ধর্ম নয় কম মানুষের হাতে। গীতাতে উল্লেখ আছে। আর আজ বিজেপি রাজনৈতিক ফায়দা নিতে হিন্দ মসুলমানের মধ্যে বিভাজনের সুষটি করছে। পাশাপাশি বিজেপি একটি দেউলিয়া দল এদের নীতি নেই এরা দল বাড়ানোর জন্য এখান থেকে ওখান থেকে লোক টেনে দল বাড়াচ্ছে মালদার রূপকার পড়ে এত কংগ্রেস নেতা এ বি এ গনি খান চৌধুরীর আত্মা আজ কষ্ট পাচ্ছে কারণ তাদের কংগ্রেস দল এখন সিপিএমের সাথে হাত মিলিয়েছে । আজকে যদি কংগ্রেসের থাকতাম তাহলে এক বাটি জলে ডুবে মরে যেতে হতো ভাগ্য ভালো মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস করেছে এবং তার আমরা লড়াই করছি মঙ্গলবার সন্ধ্যায় মালদা জেলা তূণমূল কংগ্রেসের উদ্যেগে রামকৃষ্ণ পল্লী এলাকায় আয়োজিত দলীয় কর্মী সভায় যোগ দিয়ে বললেন পুর ও নগরায়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, তৃণমূল কংগ্রেসের কোঅডিনেটর বাবলা সরকার, সাবিনা ইয়াসমিন, অম্লান ভাদুড়ি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ বিভিন্ন ব্লক থেকে আসা কয়েকশো তূণমূল কংগ্রেস কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments