More
    Homeঅনান্যমালদা মেডিকেল কলেজের নার্সদের উদ্যোগে বিশ্ব নার্সিং দিবস পালিত হলো।

    মালদা মেডিকেল কলেজের নার্সদের উদ্যোগে বিশ্ব নার্সিং দিবস পালিত হলো।

    মালদা, ১২ মে:-  মালদা মেডিকেল কলেজের নার্সদের উদ্যোগে বিশ্ব নার্সিং দিবস পালিত হলো। বৃহস্পতিবার সকালে মালদা মেডিকেল কলেজের নার্সদের অফিসে এই কর্মসূচী পালিত হয়। সেখানে মেডিক্যাল কলেজের কর্মরত নার্সেরা উপস্থিত হয়েছিলেন। এদিন নার্সিং দিবস পালিত হওয়ার পাশাপাশি করোনার মতো পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। করোণা পরিস্থিতিতে নার্সেরা কিভাবে গোটা বিশ্ব জুড়ে কাজ করেছে সাধারণ রোগীদের জন্য, সে বিষয়টিও তুলে ধরা হয় এই কর্মসূচির মধ্য দিয়ে। এক্ষেত্রে নার্সিং ব্যবস্থাকে আরও উন্নত এবং আধুনিক করণের দাবি তোলা হয়েছে এই কর্মসূচির মধ্য দিয়ে।

    মালদা মেডিকেল কলেজের নার্সদের উদ্যোগে বিশ্ব নার্সিং দিবস পালিত হলো।

    MORE NEWS – একটানা ভারী বৃষ্টিপাত, এক হাঁটু জলের তলায় পাকা ধান, সর্বস্বান্ত চাষীরা।

    Today Kolkata:- নদিয়া জেলা কৃষি প্রধান জেলা। নদীয়ার করিমপুর, তেহটটো, কালিগঞ্জ, নাকাশিপাড়া, চাপরা থেকে শুরু করে শান্তিপুর, রানাঘাট, চাকদহ সহ একাধিক বিস্তীর্ণ গ্রাম এলাকায় হাজার হাজার বিঘা ধান চাষ হয়। মূলত এই সময় চাষিরা বোরো ধান কেটে জমি থেকে বাড়িতে নিয়ে আসে। প্রচুর টাকা খরচ করে তারা ধান চাষ করে। কিন্তু দুদিন ধরে টানা বৃষ্টির জেরে চিন্তায় কপালে ভাঁজ পড়েছে চাষীদের। সঙ্গে ঝড় হওয়ার কারণে জমিতেই পড়ে গেছে ধান গাছ। যার কারণে একহাঁটু জলের নিচে ডুবে আছে ধান। চাষিরা বলেন দীর্ঘক্ষন জলের তলায় ধান ডুবে থাকলে সেই ধানে কল হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যার কারণে ইতিমধ্যেই কল হতে শুরু করেছে ধানে। পাশাপাশি জলের তলায় পড়ে থাকলে যে বিচুলি দিয়ে সারা বছর গরুর খাবারের যোগান থাকে, সেই বিচুলি নষ্ট হয়ে যায়। CONTINUE READING

    MORE NEWS – বৌদিকে খুনের চেষ্টার অভিযোগ দেওরের বিরুদ্ধে।

    মালদা:-‌  বৌদিকে খুনের চেষ্টার অভিযোগ দেওরের বিরুদ্ধে। পাওনা টাকা না দেওয়ায় বৌদির ওপর হামলা চালানোর অভিযোগ। মাথায় ও হাতে ধারালো অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতি পুলিশ দেওরকে আটক করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি মোথাবাড়ি থানার মেঘুটোলা এলাকার। জখম বৌদির নাম বুল্টি মাহারা (‌২৮)‌। অভিযুক্ত দেওরের নাম জয়দেব মাহারা। পরিবার সূত্রে জানা গেছে, স্বামী রাজু মাহারা মজুরের কাজে রয়েছেন কেরালায়। সেখানেই কাজে গেছিলেন অভিযুক্ত। দাদাকে সে ৪ হাজার টাকা ধার দেয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments