More
    Homeখেলামাস দুয়েক পর ৪০ তম জন্মদিন পালন করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

    মাস দুয়েক পর ৪০ তম জন্মদিন পালন করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

    মাস দুয়েক পর ৪০ তম জন্মদিন পালন করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুড়ো হয়ে যাওয়া শরীরটা হাওয়ায় ভাসিয়ে মারলেন ‘বাইসাইকেল কিক’! ১০০০ গোলের মিশনে শেষ ল্যাপে কী অফুরন্ত এনার্জি, কী অবিশ্বাস্য ফিটনেস! এরমধ্যে ৯১০ গোলে পৌঁছে গিয়েছেন, বাকি আছে ৯০ গোল। ২০১৮ সালে জুভেন্টাসের বিপক্ষে ঐতিহাসিক সেই গোল করার ৬ বছর পর আবারো বাইসাইকেল কিকে গোল করলেন পর্তুগিজ যুবরাজ। পোল্যান্ডের বিপক্ষে গোল উৎসবের রাতে গোল করলেন দুটি, গোল করালেন একটি। উয়েফা নেশন্স কাপে পোল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করল পর্তুগাল। তাতে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৩২ ম্যাচজয়ের রেকর্ড নিজের করে নিলেন রোনাল্ডো। নেশন্স লিগের চলতি মরসুমে ৫ ম্যাচে ৫ গোল করলেন রোনাল্ডো। এই মরসুমে সবমিলিয়ে করলেন ১৪ গোল।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments