More
    Homeখেলামাহিরা শর্মা আর সিরাজের প্রেমের গুঞ্জন কি সত্যি?

    মাহিরা শর্মা আর সিরাজের প্রেমের গুঞ্জন কি সত্যি?

    সমাজমাধ্যমের দুনিয়ায় যা রটে, তা সবসময় ঘটে না। মাহিরা শর্মা আর সিরাজের প্রেমের গুঞ্জন কি তাই? টেলিভিশন ও পাঞ্জাবি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা শর্মা সঙ্গে ডেট করছেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ।

     

    না, এসব সত্যি নয় বলেই দাবি ‘তারক মেহতা কা উল্টা চশমা’ খ্যাত মাহিরার। ভারতীয় দলের ক্রিকেটার সিরাজের সঙ্গে মাহিরার প্রেমের গুঞ্জন শোনা যায় ২০২৩ সালে। সেই জল্পনা আরও উস্কে দিয়েছিল, ২০২৪-এ মাহিরার একটি পোস্টে সিরাজের একটি কমেন্ট।

     

    সে’সময় দু’জনের কেউই এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। অবশেষে নীরবতা ভাঙলেন মাহিরা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মাহিরা জানান, তিনি এই মুহূর্তে কারও সঙ্গে সম্পর্কে নেই। বলেন, ‘অনুরাগীরা সাধারণত তারকাদের ছবি নিয়ে অনেকের সঙ্গেই অনেক রকম এডিট বানিয়ে পোস্ট করেন, অনেকের সঙ্গেই তাঁর সম্পর্কের কথা রটানোও হয়। তুমি আমার সম্পর্কে ভালো বা খারাপ যাই বলো, আমি সেই ব্যক্তি যে কোনও প্রতিক্রিয়া দেখাই না।’ তাই এই সব গুজবে কান দিতে রাজি নন সোনিয়া কন্যা। কিছুদিন আগেই অবশ্য মাহিরার মা এই সম্পর্কের কথা শুনে একদমই অযৌক্তিক বলে দাবি করেছিলেন।

     

    বিগ বস ১৩-তে গিয়ে মাহিরা, পরশ চাবরার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন, যদিও সে সম্পর্ক ২০২৩ সালে ভেঙে যায়। পরশ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি ভাবতেই পারেননি এরকম ছোট্ট কোনও বিষয়ে ঝগড়া হওয়ার কারণে মাহিরা সম্পর্ক ভেঙে ফেলবেন! এরপরই সিরাজ–মাহিরার গুঞ্জন ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments