More
    Homeবিনোদনমা অঞ্জনা ভৌমিকের বাৎসরিক কাজ সারলেন তার কন্যা অভিনেত্রী নীলাঞ্জনা

    মা অঞ্জনা ভৌমিকের বাৎসরিক কাজ সারলেন তার কন্যা অভিনেত্রী নীলাঞ্জনা

    চব্বিশের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন মা অঞ্জনা ভৌমিক। তার পর থেকে নীলাঞ্জনার (Nilanjana Sharma) জীবনে বহু ঝড়ঝাপটা বয়ে গিয়েছে। যিশু সেনগুপ্তর সঙ্গে তাঁর দু দশকের দাম্পত্য ভাঙার খবরে তোলপাড় হয়ে গিয়েছে বিনোদুনিয়া। দুই মেয়ে সারা, জারাকে আঁকড়ে ধরে নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছেন তিনি। সম্প্রতি হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের শেষ দিনে সেটে এসে ‘বস লেডি’ হিসেবে ধরা দিয়েছেন। তবুও ব্যক্তিগত জীবনের শূন্যতা কি আর এত সহজে কাটে? বুধবার মায়ের বাৎসরিক কাজ সেরে আবেগপ্রবণ হয়ে পড়লেন নীলাঞ্জনা শর্মা। বুধবার মায়ের বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠানের জন্য কাজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি। প্রযোজক তথা একসময়কার অভিনেত্রী সোশাল মিডিয়ায় কাজের একাধিক ছবি শেয়ার করেছেন।

    সেখানেই দেখা গেল, মায়ের ছবির দিকে চেয়ে শূন্য মনে বসে রয়েছেন তিনি। পরনে সাদা লাল পাড় শাড়ি। মা অঞ্জনা ভৌমিকের থেকেই জীবনে কঠিন পরিস্থিতি মোকাবিলা করার পাঠ পেয়েছেন তিনি। আর এখন প্রতিটা পদে পদে মায়ের অনুপস্থিতি অনুভব করেন নীলাঞ্জনা। কাজ সেরে তিনি জানালেন, “সময়ের সঙ্গে বাস্তবটাকে বোঝার চেষ্টা আমিও করেছি। তবে আজ শূন্যতা মনকে আরও বেশি করে নাড়া দিচ্ছে। মায়ের সঙ্গে কাটানো সব মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছে। এরকম দিনগুলোতে আরও বেশি করে বুঝতে পারি, আমি কতটা একা। সহানুভূতি তো অনেকেই জানান, তবে নিজের লড়াই তো নিজেকেই লড়তে হবে।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments