Wednesday, October 4, 2023
Homeরাজনৈতিকমা ও প্রেমিকা তৃণমূলে! বিজেপিতে যোগ দিলেন টলিউডের অন্যতম অভিনেতা বনি সেনগুপ্ত

মা ও প্রেমিকা তৃণমূলে! বিজেপিতে যোগ দিলেন টলিউডের অন্যতম অভিনেতা বনি সেনগুপ্ত

দিনকয়েক ধরেই জল্পনা চলছিল। শেষপর্যন্ত সেটাই সত্যি হল। বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। যাঁর মা এবং বান্ধবী আবার আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। বান্ধবী তো এবার তৃণমূলে ভোটে লড়ছেন।

কৌশানী এমনকি তৃণমূলের হয়ে কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থীও হয়েছেন। শুধু কৌশানীই নন। বনির মা পিয়া সেনগুপ্তও কিছুদিন আগে ঘাসফুল শিবিরে যোগ দেন। কিন্তু বনি আজ যোগ দিলেন গেরুয়া শিবিরে। বিজেপি নেতা দিলীপ ঘোষ ও রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে পতাকা তুলে দিলেন আজ।

বিজেপিতে যোগদানের পর বনি বলেন, ‘আজ আমায় এই সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ। মানুষের জন্য কাজ করতে চাই।’ তাৎপর্যপূর্ণভাবে বনির বান্ধবী কৌশানি মুখোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। শুধু তাই নয়, এবার বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তর থেকে তৃণমূলের টিকিটে লড়াইও করছেন।দু’দিন আগেই কলকাতায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মিছিলে হেঁটেছিলেন কৌশানি।গত ২৫ জানুয়ারি কৌশানির সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছেন বনির মা পিয়া সেনগুপ্ত।বান্ধবী তৃণমূলের প্রার্থী, মা ঘাসফুলে, ‘মানুষের জন্য কাজ করতে’ বিজেপিতে যোগ বনির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments