অভিনেত্রী সায়নী ঘোষের সাংসদ হওয়ার পর ব্যস্ততা বেড়েছে। তবু তিনি পাশে ছিলেন, পাশে আছেন। মা-দাদাকে হারিয়েছেন কিন্তু বাবাকে ব্যস্ততার ফাঁকেও আগলে রাখার চেষ্টা করেন। বাবা সমর ঘোষ অসুস্থ। হাসপাতালে তাঁকে দেখতে গিয়ে সেই ছবি পোস্ট করলেন সায়নী। সঙ্গে অর্থবহ গানের কয়েকলাইনও যোগ করে দেন।