মা হলেন অনিন্দিতা রায়চৌধুরী, সুদীপ সরকারের ঘর আলো করে এল কন্যাসন্তান। বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের কথা জানিয়েছিলেন টলিপাড়ার চর্চিত তারকা দম্পতি অনিন্দিতা এবং সুদীপ। এর আগেই তাঁরা জানিয়েছিলেন, সন্তানের জন্ম দেবেন মার্চ মাসে।
সেই অপেক্ষার অবসান। সোমবার অর্থাৎ ৩ মার্চ দম্পতির ঘর আলো করে এল তাঁদের কন্যাসন্তান। সেই সুখবর সমাজমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী।
চলতি বছরের প্রথম দিনই সন্তান আসার সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অনিন্দিতা এবং সুদীপ। একটি আদুরে পোস্ট করে জানিয়েছিলেন অনিন্দিতার অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর। দু’দিকে দুই পোষ্য, মাঝখানে একটি দোলনা, যার ভিতর দিয়ে দেখা যাচ্ছে একটি সদ্যোজাতর হাত এবং লেখা, ‘দেখা হচ্ছে বন্ধুরা’। সেই পোস্টেই শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছিলেন টলিপাড়া এবং অনুরাগী মহল।
২০২২ সালের ২৬ জানুয়ারিতে বিয়ে করেছিলেন ‘ফুলকি’ সিরিয়াল খ্যাত সুদীপ এবং ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ খ্যাত অভিনেত্রী অনিন্দিতা। এবার শুরু হল নতুন পথচলা। অভিভাবক হয়ে জীবনের নতুন অধ্যায় পা দিলেন তারকাদম্পতি।