Monday, May 29, 2023
HomeUncategorizedমিঠাই-এর চরিত্র থেকে বিদায় নিলেন সৌমিতৃষা! খবর সামনে আসতেই হা-হুতাশ ভক্তদের 

মিঠাই-এর চরিত্র থেকে বিদায় নিলেন সৌমিতৃষা! খবর সামনে আসতেই হা-হুতাশ ভক্তদের 

 

 

বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। এবং মূল চরিত্র মিঠাই ফিরে আসার পরে আবার গল্পের জুলুম করেছে বলে মন্তব্য করেন দর্শকরা। এই ধারাবাহিকে মিঠা হিসেবে সৌমিকশা কুন্ডু যে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে তা তার ক্যারিয়ারের সবথেকে সাফল্যপূর্ণ কাজ।

 

৫৭ সপ্তাহ ধরে টিআরপি সেরা থাকায় মাঝে এক সময় ভাটা এসে গিয়েছিল গল্পে। খ্রিষ্টান তেই মূল নায়িকা নিয়েছিল বিদায়। কিন্তু আবার ক্ষিপ্ত দর্শকের অনুরোধে আবার সৌমিকে ফিরিয়ে আনেন লেখিকা।

 

বিধি ও মিঠাই এই দুই চরিত্রে ই সমিতির অনবদ্য অভিনয় মন গেড়েছে দর্শকদের। দুটি পুরোপুরি বিপরীত চরিত্রে একসঙ্গে অভিনয় করে সকলের নজর কারে সে। এবার সবাইকে একটি ইনস্টাগ্রাম পোস্টে অবাক করে দিল সে।

 

এই পোস্টে নিজের নতুন কাজের ঘোষণা করে সে কিন্তু কি কাজ তা স্পষ্টভাবে জানা যায়নি। এই খবরটি অনুরাগীদের কাছে একসঙ্গে যেমন আনন্দের সেরকম কষ্টেরও। এতে আবার মিঠাই আর কতদিন দেখা যাবে তা নিয়ে প্রশ্ন তোলেন দর্শকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments