বাংলা টেলিভিশনে জি বাংলার সফলতম ধারাবাহিক মিঠাই। আর সেই ধারাবাহিক শেষ হওয়ার গুঞ্জনেই তোলপাড় টালিপাড়া। কবে শেষ হবে মিঠাই? এই প্রশ্ন এখন তোলপাড় করছে ধারাবাহিকের দুনিয়াকে।
এর মধ্যে আবার ধারাবাহিকের সেট বদল হয়েছে। তবে কেন হল ধারাবাহিকটি সেট হীন। জনপ্রিয়তা কি ফিকে পড়ে গেল? আর এই সমস্ত ঘটনাতেই বোঝা যাচ্ছে আর বেশিদিন হয়তো নেই মিঠাই। এই গুঞ্জনকে আরো খানিকটা বাড়িয়ে দিল জনপ্রিয় চরিত্র শ্রীতমা ওরফে দিয়া মুখার্জি।
সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় অভিনেত্রী বলেন এই প্রথম আড়াই বছর ধরে একই সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। অভিজ্ঞতা খুবই ভালো তার। ধারাবাহিকটি কবে শেষ হবে তা জানা না গেলেও শেষ দিনগুলি যতটা এগিয়ে আসছে ততটাই দুঃখ ঘিরে ধরছে।
এর সঙ্গে তিনি এও জানিয়েছেন যে অফিসিয়াল ভাবে ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার কোন কথা হয়নি। তবে তিনি এক্ষুনি মাথা ঘামাতে চাইছেন না মিঠাই বন্ধ হওয়া নিয়ে।