Wednesday, June 7, 2023
HomeUncategorizedমিঠাই ছেড়ে দিলেন সৌমিতৃষা! আসল কারণ কী?

মিঠাই ছেড়ে দিলেন সৌমিতৃষা! আসল কারণ কী?

 

বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু। নিজের নামে না চিনলেও সকলের কাছে মিঠাই হিসাবেই পরিচিত তিনি। তিন বছরে পড়তে চলেছে এই সিরিয়াল তবুও বিন্দুমাত্র উৎসাহ কমেনি মানুষের। বরমতা দিন দিন বেড়ে চলেছে।

 

যে ধারাবাহিকের নাম মিঠাই তার নায়িকা দর্শকের আপন হবে না এমনটা ভাবাও ভুল। তুই মিঠাইয়ের পাশাপাশি সিরিয়ালের প্রতি আপন করে নিয়েছে দর্শকরা। মোদক পরিবারের সকল সদস্যদের আলাদা মিঠাই। তার শ্বশুরবাড়ির এত বড় যৌথ পরিবারকে আলাদা হতে দেয়নি সে। পরিবারের যারা শুরুতে মিঠাই কে সহ্য করতে পারত না তারাও আজ মিঠাইয়ের ভক্ত।

 

এবার সেই সৌমি দিলেন খারাপ খবরটি সকলকে। মিঠাই ছেড়ে দিচ্ছেন সৌমিতৃষা। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে জানান দিলেন ভক্তদের।

 

এমন কিছুই নয় অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় জানালেন 12 দিনের বিরতি নিয়েছে তিনি শুটিং থেকে। ফিরেও আসবেন খুব তাড়াতাড়ি। অবশ্য ততদিন নিজের ভক্তদের মিঠাই দেখার অনুরোধও করেছেন তিনি। শরীর খারাপ তার জন্য বসতে পারছেন না। তাই ডাক্তারের পরামর্শ মতই বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভক্তরা অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments