Wednesday, June 7, 2023
HomeUncategorizedমিঠাই ধারাবাহিকে সামনে যা হয় পিছনেও কি তাই ? সামনে এলো আসল...

মিঠাই ধারাবাহিকে সামনে যা হয় পিছনেও কি তাই ? সামনে এলো আসল সত্য

প্রথম থেকেই দর্শকদের মনে জায়গা করে নেয় মিঠাই ও সিদ্ধার্থের জুটি। লেখিকা গল্পে আনে অনেক অনেক নতুন মোড়। মিঠাই মারা যাওয়া থেকে শুরু করে মিঠির আগমন। তারপর মিঠি শাক্য ও সিডের একসঙ্গে পথ চলা। এবং সর্বশেষে এবার মিঠাই ধারাবাহিক তার পথ চলার শেষের আভাস দিচ্ছে।

এবং ঠিক এই মুহূর্তেই ভাইরাল হলেও সিড ও মিঠাইয়ের একটি মুহূর্ত। দুজনকে একই স্টেজে শো করতে দেখে খুবই উত্তেজিত হয়ে পরে ভক্তরা। এই জুটিকে বড্ড ভালোবাসেন দর্শক তাই অন স্ক্রিন হোক বা অফ ক্রিম একসঙ্গেই তাদের দেখতে চান ভক্তরা। প্রথমে একবার এমন গুঞ্জন রটে বাস্তবেও মিঠাই ও সিডের সম্পর্ক রয়েছে।

যদিও পড়ে দুজনেই এটিকে ভুল ধারণা বলেই দাবি করেন পরবর্তীকালে সিডের সঙ্গে কৌশম্বির সম্পর্কের কথা প্রকাশ্যে আসতে জল্পনার অবসান ঘটে। ইতিমধ্যে সেট চেঞ্জ হয়েছে মিঠাইয়ের সাথে পাল্টেছে পরিচালক। অর্থাৎ বুঝাই যাচ্ছে যে মিঠাই ধীরে ধীরে স্মৃতির খাতায় নাম লেখাচ্ছে সকলের কাছে। এবং সেই কারণেই সকলে মিঠাই এর পুরনো সিন গুলি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। এবং এই পোষ্টের মাধ্যমে বাস্তবের মিঠাই ও সিডের সম্পর্ক কতটা ভালো তা নিয়ে চর্চা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments