Monday, May 29, 2023
HomeUncategorizedমিঠাই বন্ধ হয়ে গেলেও মিঠাইয়ের সদস্যদের দেখা মিলবে ফুলকিতে! দর্শক টানতে সিদ্ধান্ত...

মিঠাই বন্ধ হয়ে গেলেও মিঠাইয়ের সদস্যদের দেখা মিলবে ফুলকিতে! দর্শক টানতে সিদ্ধান্ত নির্মাতাদের 

 

দীর্ঘ সফলতার পর অবশেষে অন্তিম পর্বের দিকে এগিয়ে চলেছে মিঠাই। প্রায় সব জায়গা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে মিঠাই বন্ধ হয়ে যাওয়ার। কিছুদিন আগেই সেট বদল হয় মিঠাইয়ের।

 

অভিনেতা আদৃত রায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এমনটা জানা যায়। মনোহরা ভেঙে তৈরি হচ্ছে নতুন ধারাবাহিকের সেট। সেই কারণেই অন্যত্র শুটিং হবে মিঠাইয়ের। এই খবর পাওয়ার পরে রীতিমতো আবেগে ফেটে পড়েন অনুরাগীরা।

 

শুধু সেটি নয় বদলে যায় পরিচালক। মিঠাই ছেড়ে এবার ফুলকির পরিচালনা করবেন রাজেন্দ্র প্রসাদ এমনটাই জানা যায়। পরিচালক রাজেন্দ্র প্রসাদ মনোহরা ভেঙে ফেলার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন ভাঙা গড়ার খেলা! আর তা দেখেই আবেগে আপ্লুত হয়ে পড়ে ভক্তরা।

 

তবে শোনা যাচ্ছে জি বাংলার প্রযোজিত নতুন ধারাবাহিক ফুলকিতে দেখা মিলতে চলেছে এটাই ধারাবাহিকের সদস্যদের। চরিত্র পাল্টে গেলেও অন্য ধারাবাহিকের মানুষগুলো একই। তাই মিঠাই বন্ধ হলেও ভক্তরা দেখতে পাবে তাদের পরিচিত অভিনেতা-অভিনেত্রীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments