Monday, May 29, 2023
HomeUncategorizedমিঠাই শেষ হওয়ার আগেই অভিনয় ছেড়ে দিচ্ছে সিড! ঘোষণা শুনে মাথায় বাজ...

মিঠাই শেষ হওয়ার আগেই অভিনয় ছেড়ে দিচ্ছে সিড! ঘোষণা শুনে মাথায় বাজ ভক্তদের 

 

 

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। প্রায় তিন বছর ধরে চলছে এই ধারাবাহিক। শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। সিরিয়ালের দুষ্টু-মিষ্টি জুটি উচ্ছেবাবু ও মিঠাইকে প্রথম থেকেই আপন করে নিয়েছে তারা। সেই কারণেই প্রথম থেকেই টিআরপি তালিকায় ভালো স্থান দখল করে রয়েছে।

 

বর্তমানে যেখানে টিআরপির অভাবে একের পর এক ধারাবাহিক বন্ধ হচ্ছে সেখানে প্রায় তিন বছর ধরে চলছে মিঠাই। শোনা যাচ্ছে খুব শীঘ্রই ১০ বছর এগিয়ে যাবে মিঠাইয়ের গল্পে। আর তারপরেই হবে হ্যাপি এন্ডিং। কিন্তু এর মধ্যেই সিড ওরফে আদৃত রায়ের একটি পোস্ট ধীরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। সেখানে অভিনেতা বললেন শেষবার মনোহরার সেটে সব তার। সেই কারণেই দুঃখ প্রকাশ করলেন তিনি। এবং মিঠাইও খুব শীঘ্রই সেই হিসাবে তা সকলেরই জানা কিন্তু সেই দিন আসার আগেই মিঠাই ছেড়ে দিচ্ছে আদৃত।

 

এই খবরটি পাওয়ার পরই শোকে ভেঙে পরে অনুরাগীরা। তবে ভিডিওটির শেষে আসল সত্যি সামনে আসে। জানা যায় এখনো শেষ হয়নি ধারাবাহিক তবে মিটারের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস জানান যে আসলে এই সেট বদলে যাচ্ছে ওই সেটে দিয়ে নতুন সিরিয়ালের শুটিং হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments