More
    Homeবিনোদনমিত্তির বাড়িতে 'পুষ্পা ফায়ার' নয়, যেন একেবারেই 'ওয়াইল্ড ফায়ার'! নতুন কোনও চমক?

    মিত্তির বাড়িতে ‘পুষ্পা ফায়ার’ নয়, যেন একেবারেই ‘ওয়াইল্ড ফায়ার’! নতুন কোনও চমক?

    চোখে সোনালি ফ্রেমের জমকালো রোদচশমা, গলা জুড়ে সোনালি চেনের বাহার, গায়ে রংচঙে শার্ট জড়ানো নায়ককে প্রথম ঝলকে চেনা দায়। অন্যদিকে শ্রীভল্লির স্টাইলে সাজ পোশাকে মঞ্চ মাতালেন নায়িকা। নেপথ্যে বাজছে জনপ্রিয় গান ‘স্বামী’। না, তাঁরা দক্ষিণী দুনিয়ার অল্লু-রশ্মিকা নন। বরং মঞ্চ মাতালেন বাংলা ধারাবাহিকের জোনাকি-ধ্রুব। মিত্তির বাড়িতে ‘পুষ্পা ফায়ার’ নয়, যেন একেবারেই ‘ওয়াইল্ড ফায়ার’! নতুন কোনও চমক? যদিও এই প্রসঙ্গে ‘স্পিক টি নট’ আদৃত রায় এবং পারিজাত চৌধুরি। তবে তাঁদের এই পুষ্পা-শ্রীবল্লির নয়া বেশ ইতিমধ্যেই কৌতূহল সৃষ্টি করেছে অনুরাগীদের মধ্যে। কতক্ষণ লেগেছে এই বেশে নিজেদের ফুটিয়ে তুলতে? খোলামেলা আড্ডায় পারিজাতের সপাটে জবাব ‘প্রায় দেড় থেকে দুই ঘণ্টা!’ সহমত পোষণ করেন আদৃতও। নিজেদের এমন নতুন নতুন লুকে দেখতে কতটা পছন্দ করেন তারকাজুটি? আদৃতের কথায়, ‘একইরকম চরিত্রের মাঝে হঠাৎ এমন নতুন নতুন লুকে সেজে উঠতে ভালোই লাগে। যদিও লুকের থেকেও বেশি গুরুত্বপূর্ণ সেই চরিত্রের হিসেবে সংলাপ বলা, নিজেকে ফুটিয়ে তোলা।’ তবে এই নতুন লুকে একে অপরকে ১০-এ ১০ই দিয়েছেন তাঁরা। আচ্ছা, বাস্তব জীবনে কে বেশি ‘ফিল্মি’? আদৃত নাকি পারিজাত? অভিনেত্রীর সহজ জবাব, ‘একেবারেই আদৃত!’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments