More
    Homeখবরমিরাকেল না হলে চতুর্থ দিন আর ৬ উইকেট তুলে নিলেই জয় নিশ্চিত...

    মিরাকেল না হলে চতুর্থ দিন আর ৬ উইকেট তুলে নিলেই জয় নিশ্চিত করে ফেলবে ভারত

    ভারতের জিততে আর দরকার ৬ উইকেট। বাংলাদেশের দরকার আরও ৩৫৭ রান। অনিশ্চয়তার খেলা হলেও, মিরাকেল ঘটলেই তা সম্ভব বাংলাদেশের পক্ষে। হাতে রয়েছে আরও ২ দিন। প্রথম টেস্ট ভারতের ফেভারে প্রথম দিন থেকেই। দ্বিতীয় দিন যা আরও জোরালো হয়েছে। তৃতীয় দিন জোড়া সেঞ্চুরিতে মুঠোবন্দিই করে রেখেছে যেন জয় ভারত। তৃতীয় দিনের শেষে মন্দ আলোর জন্য নির্দিষ্ট সময়ের আগেই খেলা শেষ হয়ে যায়। তাতে বাংলাদেশ তুলতে পেরেছে ৪ উইকেটে ১৫৮ রান। যারমধ্যে তিন উইকেট নেন অশ্বিন। এর আগে ঋষভ পন্থ ও শুভমন গিলের জোড়া সেঞ্চুরিতে ভারত নিজেদের দাপট বজায় রাখে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে। ঋষভ পন্থ ১০৯ রানে আউট হয়ে গেলেও, শুভমন গিল ১১৯ রানে অপরাজিত থাকেন। কেএল রাহুলও অপরাজিত ছিলেন ২২ রানে। ৪ উইকেটে ২৮৭ রান তুলে ডিক্লেয়ার করে দেয় ভারত। ওই, মিরাকেল না হলে চতুর্থ দিন আর ৬ উইকেট তুলে নিলেই জয় নিশ্চিত করে ফেলবে ভারত।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments