মিশন অস্ট্রেলিয়া। দু’ভাগে ভাগ হয়েই পারথের উদ্দেশ্যে রওনা দিচ্ছে টিম ইন্ডিয়া। রবিবার শুভমন গিল, মহম্মদ সিরাজ, আকাশদীপ, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়ালরা বিমানে উড়ে গেছেন। সাপোর্ট স্টাফসহ দ্বিতীয় ব্যাচ যাবে সোমবারই। পারথে রওনা হওয়ার আগে নিজের নতুন হেয়ার স্টাইলের ছবি দিয়েছেন যশস্বী। বিমানে ভিকট্রি ল্যাপ দেখিয়েছেন রবীন্দ্র জাদেজা। মহম্মদ সিরাজ, আকাশদীপরা ফটোসেশন করেছেন। মঙ্গলবার থেকে ওয়াকায় অনুশীলন শুরু করবে টিম ইন্ডিয়া।