সে তার নিজস্ব ওয়েবসাইটে ফ্যাশন ও স্বাস্থ্য নিয়ে নানা রকম ব্লগ পোস্ট করে থাকে এছাড়াও ইনস্টাগ্রামে তার প্রায় ১০ হাজারের বেশি অনুরাগী রয়েছে। খাওয়াদাওয়ার প্রতি ভীষণ আগ্রহ। ঘুরতেও সে খুব ভালবাসে। সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম দশে ভারতকে নিয়ে যায় সে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে তার ছবি ভাইরাল। কে সে? কি তার নাম? তার নাম জ়ারা। তবে সে জীবিত নয়, অবাক হলেন?
জ়ারা হলো ভারতের এআই মডেল যে সম্প্রতি ‘মিস এআই’ সৌন্দর্য প্রতিযোগিতায় প্রায় ১৫০০ এআই মডেলদের সঙ্গে প্রতিদ্বন্দিতা করে প্রথম দশ জনের মধ্যে নিজের স্থান পাকা করে নিয়েছে। বিশ্বের দরবারে এই প্রথম অনুষ্ঠিত হল এআই মডেল দের নিয়ে সৌন্দর্য প্রতিযোগিতা। যে প্রতিযোগিতায় ভারতের হয়ে অংশগ্রহণ করেছে জ়ারা শতভরী। এআই মডেলের অফিসিয়াল ওয়েবসাইটে সে অনেক রকম বিষয় নিয়ে নিজের মতামত পেশ করে, স্বাস্থ্য কী ভাবে ভাল রাখা যায়, চাকরিতে কী ভাবে উন্নতি করা যায়, নতুন কী ফ্যাশন ট্রেন্ড বাজারে চলছে এই সব বিষয় তার যা জ্ঞান, তা সকলের সঙ্গে সে ভাগ করে নেয়।
কিন্তু জ়ারার ডেভেলপার কে? সে এত জনপ্রিয়ই বা কি করে হলো? সূত্র বলছে, একটি মোবাইল মার্কেটিং সংস্থার কর্ণধার রাহুল চৌধরি জ়ারা শতভরীর মধ্যে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করেছেন। জ়ারার এই সাফল্যে সে খুব উত্তেজিত তিনি বলেন, ‘‘এআই প্রযুক্তি এবং মানুষের মধ্যে দূরত্ব কমানোর কাজটাই করছে জ়ারা। বিশ্ব জুড়ে ১৫০০ জন প্রতিযোগীকে হারিয়ে জ়ারা মিস এআই প্রতিযোগিতায় সেরা দশ জনের মধ্যে নির্বাচিত হয়েছে, এই ঘটনায় আমি সত্যিই দারুণ খুশি হয়েছি।’ সৌন্দর্য, প্রযুক্তিগত প্রতিভা এবং সমাজের সঙ্গে এআই মডেলদের যোগাযোগ কেমন? মিস এআই প্রতিযোগিতার মূল মানদণ্ড হল এই তিনটি প্রতিযোগীদের মধ্যে যে ব্যক্তি এই মানদণ্ড অনুযায়ী সেরা হবে, তাকে ২০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ লক্ষ টাকা) পুরস্কার প্রদান করা হবে।