মিস টু মিসেস! বাগদান সেরে ফেললেন পিভি সিন্ধু। ২২ ডিসেম্বর উদয়পুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বেঙ্কট দত্ত সাইয়ের সঙ্গে। সমাজ মাধ্যমে ছবি পোস্ট করতেই ভক্তরা শুভেচ্ছা জানান দুটি অলিম্পিকে পদকজয়ী শাটলারকে।পিভি সিন্ধু ও বেঙ্কট দত্ত সাইয়ের বাগদানের সময় পিছনে বোর্ডে লেখা ছিল মিস টু মিসেস! সেখানেই একে অন্যকে আঙটিও পরিয়ে দেন।