মুক্তির আগে বেজায় ফাঁপরে অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’। একেবারে মুক্তির দোরগোড়ায় এসে ছবিতে কাঁচি চালাল সেন্সর বোর্ড। ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত ছবি ‘পুষ্পা ২’। অনুরাগীদের উন্মাদনার আঁচ মিলছে এখন থেকেই। কিন্তু এই ছবির বেশ কিছু জায়গায় আপত্তি রয়েছে সেন্সর বোর্ডের। যেমন বদলে দেওয়া হয়েছে দক্ষিণ ভারতে পূজিত দেবতা ভেঙ্কটেশ্বরের নাম। পরিবর্তে শুধুই ব্যবহার করা হবে ‘ঈশ্বর’ শব্দটি। বদল ফেলার নির্দেশ মিলেছে কিছু শব্দের ক্ষেত্রেও। এছাড়াও অ্যাকশন দৃশ্যে অতিরিক্ত হিংসাত্মক কিছু দৃশ্য নিয়েও আপত্তি জানিয়েছে সেন্সর বোর্ড।