সিরাম কী?
হচ্ছে মূলত হাইলি কনসেনট্রেটেড পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্টগুলোকে অনেক লাইট বা থিন ফর্মুলার আকারে তৈরি করা হয়। যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের স্কিনের কোনো স্পেসিফিক প্রবলেমকে টার্গেট করে কাজ করে।
সিরামের কাজ কী?
সিরাম আমাদের স্কিনের স্পেসিফিক প্রবলেমকে টার্গেট করে কাজ করে।
- সিরাম আমাদের স্কিনের একদম ভেতরের লেয়ার পর্যন্ত পৌঁছে যেতে পারে। তাই এটি আমাদের ত্বকে খুব দ্রুত কাজ করে।
- রেগুলার স্কিন কেয়ারের পাশাপাশি স্কিনের কমন কিছু প্রবলেমস যেমন- স্পট বা , আন ইভেন স্কিন টোন বা রিংকেলস। এই সমস্যাগুলোকে টার্গেট করে সমাধান দিতে কাজ করে সিরাম।
আমার রিসেন্ট ফেবারিট সিরাম
আজকে আমি কথা বলব, নিয়ে। এই সিরামটিতে রয়েছে ত্বকের যত্নে দারুণ প্রয়োজনীয় দুটি উপাদান। একটি এবং অন্যটি টারমারিক বা হলুদ। প্রথমেই জেনে নেই ভিটামিন সি এবং হলুদ আমাদের ত্বকে কীভাবে কাজ করে।
ত্বকের যত্নে ভিটামিন সি এর কাজ
(১) ভিটামিন সি তে আছে প্রচুর পরিমানের অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বককে ক্ষতিকর সূর্যরশ্মির প্রভাব থেকে রক্ষা করে।
(২) ত্বকের অতিরিক্ত মেলানিন প্রোডাকশনকে বাঁধা দেয়।
(৩) ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে।
(৪) ত্বকের কোলাজেন প্রোডাকশন বাড়ায়, যা আমাদের ত্বকে বয়সের ছাপ কমাতে সাহায্য করে।
ত্বকের যত্নে টারমারিক বা হলুদের কাজ
(১) হলুদের মধ্যে অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান থাকে, যা ব্রণ দূর করতে সাহায্য করে।
(২) ব্রণের দাগ এবং লোমকূপ থেকে অতিরিক্ত তেল বের হওয়ার প্রবণতাকে কমিয়ে দেয়।
(৩) ত্বককে উজ্জ্বল এবং লাবণ্যময়ী করতে সাহায্য করে।
(৪) হলুদ ত্বকে দূর করতে সাহায্য করে।
(৫) ত্বকের পোড়া ভাব এবং পিগমেন্টেশন কমাতে হলুদ দারুণভাবে কাজ করে।