More
    Homeঅনান্যমুখের বড় উন্মুক্ত লোমকূপ ছোট বা বন্ধ করার ৪টি ধাপ

    মুখের বড় উন্মুক্ত লোমকূপ ছোট বা বন্ধ করার ৪টি ধাপ

    গরমকালে অতিরিক্ত ঘাম হয়, যা ত্বকের পোরস খোলার অন্যতম কারণ।

    ত্বকের সিবেসিয়াস গ্ল্যান্ড(sebaceous glands) থেকে অতিরিক্ত তেল বের হবার কারণে ত্বকের পোরস খুলে যায় এবং ব্রণ ও একনে হয়।

    বয়স বৃদ্ধির সাথে সাথে ত্বকের ইলাস্টিসিটি এবং টাইটেনিং কমতে থাকে যার ফলে পোরস বড় হয়ে যায়।

    এছাড়াও সূর্যের আলোর অতিবেগুনী রশ্নির প্রভাবে, হরমোন জনিত কারণে, সঠিক ডায়েট-এর অভাবে, পানি শূন্যতায়, ত্বক পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পরিষ্কার করা না হলে পোরস বড় হয়ে যায়।

     

    ওপেন পোরস ছোট বা বন্ধ হবার ৪টি ধাপ

    সুস্থ ত্বকের জন্য ওপেন পোরস বন্ধ বা ছোট করা জরুরী। এর জন্য উপযুক্ত চারটি ধাপ রয়েছে। তা হলো-

     

    ১) ক্লিঞ্জিং

     

    ২) টোনিং

     

    ৩) ফেইস মাস্ক

     

    ৪) ময়েশ্চারাইজিং

     

    চলুন দেখে নেয়া যাক এই চারটি ধাপের জন্য কী কী লাগছে এবং কীভাবে করতে হবে…

     

    (ধাপ – ১) ক্লিঞ্জিং

    মুখের বড় উন্মুক্ত লোমকূপ দূর করতে বেসনের মাস্ক –

     

    ১ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ চালের গুঁড়া, ১ টেবিল চামচ রোজ ওয়াটার দিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি মুখে চার থেকে ছয় মিনিট মুখে রেখে হালকা ঘষে তুলে ফেলুন। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

     

    বেসন প্রাকৃতিক ক্লিঞ্জার হিসেবে কাজ করে, ত্বক উজ্জ্বল করে। চালের গুঁড়া ত্বক এক্সফলিয়েট করে এবং ব্ল্যাকহেডস দূর করে ত্বক উজ্জ্বল করে।

     

    (ধাপ – ২) টোনিং

    মুখের লোমকূপ দূর করতে রোজ ওয়াটার লেবু টমেটো –

     

    ১ টেবিল চামচ টমেটো জুস, ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ রোজ ওয়াটার নিয়ে টোনার তৈরি করুন এবং মুখে লাগিয়ে রাখুন । শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।

     

    ঘরে বসেই তৈরি করুন গোলাপজল!

     

    টমেটো জুস ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়, ত্বকের বার্ধক্য রোধ করে ত্বকের পোরস-গুলো ছোট করে। লেবুর রসে রয়েছে এনজাইম যা স্কিন টাইট করে এবং ত্বক উজ্জ্বল করে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments