More
    Homeখবরমুখে লেগে থাকা কাতলা মাছের পাতুরি

    মুখে লেগে থাকা কাতলা মাছের পাতুরি

    উপকরণ

    4 পিস কাতলা মাছের পেটি

    2 টেবিলচামচ কালো সর্ষে

    1 টেবিলচামচ সাদা সর্ষে

    2 টেবিলচামচ পোস্ত

    4 টেবিলচামচ সর্ষের তেল

    1 টেবিলচামচ জল ঝরানো টক দই

    1 চা চামচ হলুদ গুঁড়ো

    6 টি কাঁচালঙ্কা

    স্বাদমতো নুন

    কলা পাতা

     

    রান্নার নির্দেশ সমূহ

    1

    প্রথমেই দু’রকমের সর্ষে, পোস্ত, দু’টি কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিতে হবে।

     

    2

    তারপর সর্ষে-পোস্ত বাটার মিশ্রণের সঙ্গে হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ সরষের তেল, জল ঝরানো টক দই,স্বাদমতো নুন দিয়ে ফেটিয়ে নিন।

     

    3

    ধুয়ে রাখা মাছের পেটি মিশ্রণে ভাল করে মাখিয়ে নিন।

     

    4

    এরপর কলাপাতা টুকরো করে কেটে ধুয়ে নুন জলে ভাপিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। কলাপাতা ভাপিয়ে নিলে মোড়ার সময় ফেটে যাবে না।

     

    5

    এবার পাতায় সরষের তেল মাখিয়ে একটি করে মাছ দিয়ে, উপর থেকে কাঁচালঙ্কা দিয়ে মুড়ে নিন। এ ভাবে সমস্ত মাছ এক এক করে কলপাতায় মুড়ে সুতো দিয়ে বেঁধে নিন ।

     

    6

    তারপর কড়াইতে তেল দিয়ে উল্টে-পাল্টে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের পাতুরি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments