মুখে স্পট হয়ে যাওয়া স্থান এবং কালো দাগ দূর করার জন্য ত্বকে তরমুজে রসের সঙ্গে চালের গুঁড়ো মেসিয়ে মিশ্রণ তৈরি করে মুখে লাগাতে পারেন এতে ত্বকের দাগ ও কালো হয়ে যাওয়ার স্থানগুলো সহজে মুক্তি পেতে পারে।গরমকালে প্রচন্ড রোদ ও গরমে মানুষের ত্বকে নানান সমস্যা সৃষ্টি হয় এতে করে ত্বক নষ্ট ও মুখে স্পট পরে। এগুলো দূর করার জন্য তরমুজও চালের গুঁড়ো ব্যবহার করুন। গ্রীষ্মকালে তরমুজের উৎপাদন হয়। কাজেই ত্বকের দাগ দূর করার জন্য তরমুজের কয়েক টুকরো রস করে নিন তার সাথে এক টেবিল চামচ চালের গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। সাধারণত গোসল করার আগে ম্যাক্সিমাম ১৫ থেকে ২০ মিনিট আগে এই মিশ্রণটি ভালো করে মুখে এবং কালো হয়ে যায় স্থানে আলতোভাবে লাগিয়ে নিন।তারপরে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন এবং ভালোভাবে পরিষ্কার করে নিন। এইভাবে কয়েকদিন মিশ্রণটি ব্যবহার করুন ফল অবশ্যই পাবেন ইনশাল্লাহ। বিশেষ দ্রষ্টব্য :-এই মিশ্রণটি করার আগে চালের গুঁড়ো অর্থাৎ গ্রামের ভাষায় চালের আটা বলে থাকি এটি ভালোভাবে রুদ্রে শুকিয়ে নিন তারপর ব্যবহার করুন।