বর্ডার-গাভাসকর ট্রফি। মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত। সেখানে বিতর্ক তৈরি না হওয়াটাই যেন আশ্চর্যের! চতুর্থ টেস্টে বিরাটের সঙ্গেই ঝামেলা বেঁধে গেল অস্ট্রেলিয়ায় অভিষেক হওয়া সাম কনস্টাসের সঙ্গে। ১০ ওভারের পরের ঘটনা। যেখানে মহম্মদ সিরাজ ওভার শেষ করার পর, দিক বদলাতে হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাস। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। কনস্টাসের বিষয়টি পছন্দ হয়নি। তিনি কোহলিকে কিছু একটা বলেন। পাল্টা ছাড়বার পাত্র নন কোহলিও। তিনিও রক্তচক্ষু দেখিয়ে কনস্টাসকে জবাব দেন। তবে ম্যাচের পর ঘটনায় বিরাটের দোষই প্রমাণিত হয়েছে। বিরাটের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়। সেইসঙ্গে ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।