More
    Homeরাজ্যমুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই শিলিগুড়ির পুলিশ কমিশনার বদল, নতুন সিপি ডিপি সিং

    মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই শিলিগুড়ির পুলিশ কমিশনার বদল, নতুন সিপি ডিপি সিং

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উত্তরবঙ্গ সফরে তখনই শিলিগুড়ির পুলিশ কমিশনার বদল করল নবান্ন। ত্রিপুরারি অর্থবকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় নতুন পুলিশ কমিশনার হয়েছেন দেবেন্দ্রপ্রকাশ সিং। কলকাতা পুলিশ ও বিভিন্ন জেলা পুলিশের দায়িত্বে ছিলেন ২০০৪ ব্যাচের এই আইপিএস। একসময় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) ছিলেন ডিপি সিং। সেই সময় থেকেই এই পুলিশ অফিসার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ডিপি সিংয়ের। দার্জিলিং ও কোচবিহারের এসপি ছিলেন তিনি। তা ছাড়া ব্যারাকপুর ও দুর্গাপুর-আসানসোলের পুলিশ কমিশনার হিসেবেও কাজ করেছেন এই আইপিএস। তবে কী কারণে ত্রিপুরারি অর্থবকে শিলিগুড়ির পুলিশ কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হল সে ব্যাপারে নবান্ন কোনও ব্যাখ্যা দেয়নি। অনেকের মতে, হতে পারে বিজেপির উত্তর কন্যা অভিযানে শিলিগুড়ি জুড়ে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার জেরেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments